ভালবাসি?
মোঃ মাঈনউদ্দিন
বহুদিন
ধরে এক কৌতুক গীতি সবার মুখে
মা,
ভালোবাসি তোমায়,
বলছে
তোমার সন্তানেরামুখে।
আর,বাস্তবে-
কী নিদারুণ অপচয়! “পঞ্চ পান্ডব আর শত কৌরবে”
নিত্য
কুরুক্ষেত্র!অবশেষে ‘শত সহস্র’ বক্ষ রুধিরে রঞ্জিত হয়ে অসময়ে
কবরে,
চিতায় না হয় লাওয়ারিশ সনদে মর্গে।অতঃপর
তুমি, কেঁদে কেঁদে পাগল প্রায়-
হয়ে ”ইন্টেনসিভ
কেয়ারে” মরণ ঘুম কোমায়!
অন্যদিকে,
মানব সব দানব রুপে যেখানে সেখানে দাবড়িয়ে
বেড়ায়,
মানবতা
রক্ষাকারীরা? আস্তাকুঁড়ে বসে জাবর কেটে কেটেই ঝিমায়।
আর,এদিকে
‘সীমারের’হাতে বিষলক্ষার ছুরি; বুকে মানবতার তাবিজ!
তাই
দেখে- মা,
মা,
মাগো!চিৎকারে মানবতা গোঙায় মরণ যন্ত্রণায় ।
আমি
বলি কী-
ওরা
কৌতুকটাও ঠিক ভাবে পারেনা, মা!
তবে
চরম মিথ্যাচারে? অবশ্য হের গোয়েবলস ও লজ্জা পেতো;
আর
,মিথ্যাবাদীতার সনদ নিতে আশপাশেই ঘুরতো।
তোমার
বুকে ইট কাঠ আর পাথরে গড়া কি জানি সব? ওহহো! বিশ্ববিদ্যালয়;
ওখানেই
পড়তো, জানে অনেক!ভালো বকতেও জানে; কিন্তু জানেনা সত্য বলাটা আর
নিঃস্বার্থ
ভাবে আপন ভাই বোনকে ভালবাসা টা।
অথচ
তা’হলে, কতইনা ভালো হতো আর দেখতে হতোনা তোমার চরম এ দুর্দশাটা।।
Comments
Post a Comment