Skip to main content

সাধারণ বার্তা

প্রিয় শিক্ষার্থী ও বন্ধুগণ,
পবিত্র মাহে রামাজান মুবারকের শুভেচ্ছা। অনেকটা পরীক্ষামূলকভাবে শুরু করা আমার ব্লগ পেজ। উদ্দেশ্য ছিল গুছিয়ে শুরু করবো কিন্তু বিভিন্ন কারণে তা আর করা হয়ে উঠেনি। এখন আবার চেষ্ঠা করছি তা নতুনভাবে করার। আমার এ পেজের উদ্দেশ্য হচ্ছে অনলাইন বেইজড হেল্প ডেস্ক হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা। যে কোন কিছুই শুরু করা সহজ তবে, তা টিকিয়ে রাখা বা এটাকে ধরে রাখা খুবই কঠিন। ইন-শা-আল্লাহ চেষ্ঠা চালিয়ে যাব যতদূর যাওয়া যায় সমূখে।এতে আপনাদের আন্তরিক সহযোগীতা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। 

"Learning for Earning"   শিরোনামের এ ব্লগপেজের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের অনলাইন সাপোর্ট দেয়াই আমার প্রধান লক্ষ্য। এখানে ইংরেজি গ্রামার ও কমিউনিক্যাটিভ ইংলিশ এ দুটো বিষয়ে আমি এগিয়ে আসতে চাচ্ছি। প্রথম দিকে পোস্ট করা কন্টেন্টসমূহ একটু অগোছালো ছিলো। এবার চেষ্ঠা করছি তা কে সেকুয়েন্সিয়াল করে প্রকাশের জন্য। 

এটি একটি ফ্রী ব্লগ। এর কন্টেন্টগুলো আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন। আমি এতে বিভিন্ন গ্রামাটিক্যাল নোটস, এক্সাম ইউজফুল  কোশ্চেন্স এবং বিভিন্ন তথ্য উপাত্ত সার্ভ করব। 
কিছু কন্টেন্ট ইন্টার‍্যাক্টিভ টাইপের হবে। এতে  সরাসরি আলোচনায় অংশ নিয়ে যে কোন গ্রামাটিক্যাল প্রব্লেম সলভ করতে পারবেন।। 

সবাই ভালো থাকবেন। 
ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

Cloze Test With Clues: Rules of grammar-01

Hi! Everybody,  How are you? Hoping you're all well by the grace of Almighty Lord. Thanks to all for visiting my new blog post. I am offering now a new post about Cloze Test With Clues/fill in the blanks with some technics. You can enjoy these with a lot of tips and tricks for solving your vocabulary test. So why late? Read and observe the post item and have a fun with learning Thanks to all. Cloze Test without Clues Some Important Rules for Practice [Rule:01] Article এর পরে gap (------) তারপর noun. মনে রাখ, gap (---------) এর স্থানে adjective হবে। Examples:   (a) There lived a-------------man in our village. (b) My friend karim is a------------writer in Bangladesh. © Sheuly was a----------girl in class eight. [Note: wise, kind, honest, famous, great, fool, fat, clever, beautiful, handsome etc.]  [Rule: 02] - Definite article (The) এর পরে gap (-------) এবং তারপরে noun থাকলে gap এর স্থলে adjective এর superlative degree হয়। Example...

Right form of Verb.Exercise sheet-01

01. Complete the sentences with suitable verbs. Solve Build Keep Create Turn Try Face Now a days Bangladesh (a) --------- unemployment   problem. This   problem   already (b) ----------- an alarming dimension. The government (c) ---------- to cope with this problem. But this problem can (d) --------- if our vast population (e) -------- into human resource. ( Comilla-2009 ). 02. Complete the sentences with suitable verbs. Beat Say Hurry Steal Deserve See sit There was a dishonest man in a village who did all sorts of mischief to the villagers. But when he did any evil work, he (a) ----------that God had it done by him. One night the man (b) ------ some   mangoes from the garden of his neighbor. The owner of the garden saw him stealing mangoes and (c) ------- to the garden. Having reached the garden he took a stick and continued (d) ----------the dishonest man. The...

Voice: Active-Passive- VOICE Change

Dear followers, you can change all these active voices into passive voice. Try yourselves. Thanks. VOICE Change Sl. Active voice Passive voice 1 Have you eaten rice? 2 Have they made him captain? 3 Have you done the work? 4 Has he taken the book from the table? 5 Is he doing the work? 6 Are they making a noise in the class? 7 Are they flying kites? 8 Will they help the poor? 9 Will you write the letter? 1 Will she be singing a song? 11 Shall I catch fish? 12 Will he be reading a book then? 13 Were they catching fish? 14 Were you calling me? 15 Do you play foot ball? 16 Does she write a letter? 17 Did he boy catc...