প্রিয় শিক্ষার্থী ও বন্ধুগণ,
পবিত্র মাহে রামাজান মুবারকের শুভেচ্ছা। অনেকটা পরীক্ষামূলকভাবে শুরু করা আমার ব্লগ পেজ। উদ্দেশ্য ছিল গুছিয়ে শুরু করবো কিন্তু বিভিন্ন কারণে তা আর করা হয়ে উঠেনি। এখন আবার চেষ্ঠা করছি তা নতুনভাবে করার। আমার এ পেজের উদ্দেশ্য হচ্ছে অনলাইন বেইজড হেল্প ডেস্ক হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা। যে কোন কিছুই শুরু করা সহজ তবে, তা টিকিয়ে রাখা বা এটাকে ধরে রাখা খুবই কঠিন। ইন-শা-আল্লাহ চেষ্ঠা চালিয়ে যাব যতদূর যাওয়া যায় সমূখে।এতে আপনাদের আন্তরিক সহযোগীতা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।
"Learning for Earning" শিরোনামের এ ব্লগপেজের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের অনলাইন সাপোর্ট দেয়াই আমার প্রধান লক্ষ্য। এখানে ইংরেজি গ্রামার ও কমিউনিক্যাটিভ ইংলিশ এ দুটো বিষয়ে আমি এগিয়ে আসতে চাচ্ছি। প্রথম দিকে পোস্ট করা কন্টেন্টসমূহ একটু অগোছালো ছিলো। এবার চেষ্ঠা করছি তা কে সেকুয়েন্সিয়াল করে প্রকাশের জন্য।
এটি একটি ফ্রী ব্লগ। এর কন্টেন্টগুলো আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন। আমি এতে বিভিন্ন গ্রামাটিক্যাল নোটস, এক্সাম ইউজফুল কোশ্চেন্স এবং বিভিন্ন তথ্য উপাত্ত সার্ভ করব।
কিছু কন্টেন্ট ইন্টার্যাক্টিভ টাইপের হবে। এতে সরাসরি আলোচনায় অংশ নিয়ে যে কোন গ্রামাটিক্যাল প্রব্লেম সলভ করতে পারবেন।।
সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।
Comments
Post a Comment